অনুচ্ছেদ কি? অনুচ্ছেদ লেখার পদ্ধতি বা নিয়ম? অনুচ্ছেদ লেখার প্রয়োজনীয়তা
অনুচ্ছেদ রচনা :
কোনাে বিষয়ে কয়েকটি বাক্যে লিখে যখন একটা বিশেষ ভাবকে সহজভাবে প্রকাশ করা হয় , তাকে অনুচ্ছেদ বলে ।
প্রয়োজনীয়তাঃ
কয়েকটি অর্থযুক্ত শব্দ একের পর এক সাজিয়ে বাক্য তৈরি হয় । বাক্যের সাহায্যে আমরা মনােভাব প্রকাশ করি । কিন্তু , একটিমাত্র বাক্যে মনেরভাব কখনোই সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না । তখন মনোভাব প্রকাশের জন্য আমাদের একাধিক বাক্যের আশ্রয় নিতে হয় । কতগুলো বাক্যের মাধ্যমেই ভাবটি সম্পূর্ণরুপে প্রকাশ করা যায় ।
অনুচ্ছেদ রচনার পদ্ধতি :
অনুচ্ছেদ রচনার সময় কয়েকটি বিষয় আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে ।
নিচে তা আলােচনা করা হলাে :
( ১ ) কোনাে অনুচ্ছেদ লেখার আগে ওই অনুচ্ছেদের বিষয় সম্পর্কে ভালাে করে চিন্তা করে কী কী ভাব প্রকাশ করতে হবে তা মনে মনে সাজিয়ে নিতে হবে ।
( ২ ) অনুচ্ছেদ সাধারণত অল্পসংখ্যক বাক্যে লেখা হয় । তাই অনুচ্ছেদে বাক্যগুলাের মধ্যে ভাবের সংগতি বজায় রাখতে হবে । অনুচ্ছেদের ভাষা হবে সহজ - সরল এবং বক্তব্য হবে স্পষ্ট ।
( ৩ ) একই বাক্য বা শব্দ যাতে বার বার ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।
( ৪ ) সাধু অথবা চলিত যেকোনাে একটি রীতিতে অনুচ্ছেদটি লিখতে হবে । বানান ও ব্যাকরণগত দিক থেকে অনুচ্ছেদটি নির্ভুল রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে ।
( ৫ ) রচনায় সরসতার ভাব আনার চেষ্টা করতে হবে ।
( ৬ ) অনুচ্ছেদের বাক্যগুলাে ভাব পরম্পরায় ক্রমশ একটি সিদ্ধান্ত বা উপসংহারের দিকে এগিয়ে যাবে । প্রথম ও শেষ বাক্য যেন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় ।
কোনাে বিষয়ে কয়েকটি বাক্যে লিখে যখন একটা বিশেষ ভাবকে সহজভাবে প্রকাশ করা হয় , তাকে অনুচ্ছেদ বলে ।
প্রয়োজনীয়তাঃ
কয়েকটি অর্থযুক্ত শব্দ একের পর এক সাজিয়ে বাক্য তৈরি হয় । বাক্যের সাহায্যে আমরা মনােভাব প্রকাশ করি । কিন্তু , একটিমাত্র বাক্যে মনেরভাব কখনোই সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না । তখন মনোভাব প্রকাশের জন্য আমাদের একাধিক বাক্যের আশ্রয় নিতে হয় । কতগুলো বাক্যের মাধ্যমেই ভাবটি সম্পূর্ণরুপে প্রকাশ করা যায় ।
অনুচ্ছেদ রচনার পদ্ধতি :
অনুচ্ছেদ রচনার সময় কয়েকটি বিষয় আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে ।
নিচে তা আলােচনা করা হলাে :
( ১ ) কোনাে অনুচ্ছেদ লেখার আগে ওই অনুচ্ছেদের বিষয় সম্পর্কে ভালাে করে চিন্তা করে কী কী ভাব প্রকাশ করতে হবে তা মনে মনে সাজিয়ে নিতে হবে ।
( ২ ) অনুচ্ছেদ সাধারণত অল্পসংখ্যক বাক্যে লেখা হয় । তাই অনুচ্ছেদে বাক্যগুলাের মধ্যে ভাবের সংগতি বজায় রাখতে হবে । অনুচ্ছেদের ভাষা হবে সহজ - সরল এবং বক্তব্য হবে স্পষ্ট ।
( ৩ ) একই বাক্য বা শব্দ যাতে বার বার ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।
( ৪ ) সাধু অথবা চলিত যেকোনাে একটি রীতিতে অনুচ্ছেদটি লিখতে হবে । বানান ও ব্যাকরণগত দিক থেকে অনুচ্ছেদটি নির্ভুল রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে ।
( ৫ ) রচনায় সরসতার ভাব আনার চেষ্টা করতে হবে ।
( ৬ ) অনুচ্ছেদের বাক্যগুলাে ভাব পরম্পরায় ক্রমশ একটি সিদ্ধান্ত বা উপসংহারের দিকে এগিয়ে যাবে । প্রথম ও শেষ বাক্য যেন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় ।
এই ওয়েবসাইটটি সত্যি খুব কার্যকরী একটি ওয়েবসাইট। অনেক কিছু শেখার আছে এই সাইটটি থেকে। জীবন বদলাতে জীবন নিয়ে উক্তি পড়ুন।
ReplyDelete