অনুচ্ছেদ রচনা : ধুমপানে বিষপান

ধূমপান শরীরের জন্য ক্ষতিকর । ধূমপান বিষপানের সমতুল্য । ধূমপান মানুষের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে । ধূমপানে যক্ষ্মা, গ্যাস্ট্রিক, আলসার, ফুসফুসের প্রদাহ, হৃদরোগ, ক্যান্সার ও বিভিন্ন রোগের সৃষ্টি হয় । ধূমপান মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় । বাল্যকালে সঙ্গের দোষে মানুষ ধূমপানে আসক্ত হয় । অনেকেই হতাশা থেকে মুক্তি পেতে ধূমপান সহ বিভিন্ন বদভ্যাসে আসক্ত হয় । একসময় এটা আর বদভ্যাস থাকে না , ধীরে ধীরে এটা নেশায় পরিণত হয় । মাদকের টাকা যোগাড় করতে মানুষ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হয় । যারা ধূমপান করে শুধু তাদেরই ক্ষতি হয় না এতে পরিবেশ দূষিত হয় । ধূমপানের কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ অকালে প্রাণ হারায় । ধূমপান দৃষ্টিশক্তির ক্ষতি করে । ধূমপায়ী ব্যক্তির শেষ পরিণতি হয় অকাল মৃত্যু । তাই সকলের উচিত এ ব্যাপারে সচেতন হওয়া । যাতে করে ভবিষ্যত প্রজন্ম ধূমপান নামক বিষের সংস্পর্শে না আসে ।

0 Response to "অনুচ্ছেদ রচনা : ধুমপানে বিষপান"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel