গার্মেন্টস শিল্পে কোয়ালিটির ইন্টারভিউয়ে যেসকল প্রশ্ন করা হয় জেনে নিন উত্তরসহ

গার্মেন্টস শিল্পে কোয়ালিটির চাকরি নিতে গেলে অনেক প্রশ্ন করা হয় । আজ আমরা সেইসব প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানবো ।


●Quality inspector কি? চলুন জেনে নেই

● কোয়ালিটি মানে কি ?
⏩ কোয়ালিটি মানে গুণগত মান বা গুণ ।

● Inspector মানে কি ?
⏩ Inspector মানে পরিদর্শক ।

তাহলে কোয়ালিটি ইন্সপেক্টর মানে হচ্ছে >> গুণগতমানের পরিদর্শক ।

● Spi কি ?
⏩ spi > Stitch per inchi (এক ইঞ্চিতে কয়টি সেলাই)

● Garments কি ?
⏩ Garments অর্থ  তৈরিকৃত পোষাক বা অ্যাপারেলস্ ।

● Aql এর full meaning কি ?
⏩ AQL > Acceptable quality lebel (গুণগত মানের গ্রহনযোগ্য অবস্থা)

● Cb এর full meaning কি ?
⏩ Centre back .


● Dtm এর full meaning কি ?
⏩ DTM > Dying to match (রঙের সাথে মিল থাকা)

● Gtm এর full meaning কি ?
⏩ Garments total management (গার্মেন্টস মোট ব্যবস্থাপনা)।

● Hps এর full meaning কি ?
⏩ High point shoulder .

● Lps এর full meaning কি ?
⏩ Low point shoulder.

Defects and alter

● ডিফেক্ট (defec) কত প্রকার  ।
⏩ ৩ প্রকার । যথাঃ

১ . Major problem  ( বড় ধরনের সমস্যা ) ।
২ . Minor problem ( ছোট ধরনের সমস্যা ) ।
৩ . Critical problem  ( সুক্ষ ধরনের সমস্যা ) ।

কিছু অলটার

● ব্রকেন স্টিচঃ দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই। আর এই সেলাই এর একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।

● স্কিপ স্টিচঃ সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ।

● প্লিটঃ সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুুঁচি পড়লে বলা হয় প্লিট

● ওপেন স্টিচঃ সেলাই এর সময় কিছু যায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ।

● রয়েজ আউটঃ দুইটি বন্ধনী জোড়া দেওয়ার পর ভেতর থেকে কাঁচা বের হলে তাকে বলা হয় রয়েজ আউট।

● ইভেন জয়েন্ট স্টিচঃ দুই মাথার সেলাই এসে জয়েন্ট না মিললে বলা হয় আন ইভেন জয়েন্ট স্টিচ।

উপরোক্ত প্রবলেমগুলোই মেইন । এছাড়া বেশকিছু অলটার বা সমস্যার নাম নিচে দেয়া হলো।

ওভার স্টিচ, হাফ স্টিচ, স্পট, হোল, ড্যামেজ, বারটেক মিসিং, ফেব্রিক ফল্ট ।

ইঞ্চি টেপ সম্পর্কে বেসিক কিছু প্রশ্ন ও উত্তরঃ

🔺 একটি ইঞ্চি টেপে কত cm থাকে?
⏩ একটি ইঞ্চি টেপে ১৫০ cm থাকে ।

🔺 একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে?
⏩ একটি ইঞ্চি টেপে 60 inch থাকে ।

🔺 একটি ইঞ্চি টেপ কত ফুট থাকে?
⏩ একটি ইঞ্চি টেপ ৫ ফুট থাকে

আরো কিছু প্রশ্ন ও উত্তর

🔺 ১০ mm সমান কত cm?
⏩ ১০ mm সমান 1cm.


🔺 ১ ইঞ্চি সমান কত সুতা?
⏩ ১ ইঞ্চিতে ৮ সুতা ।


🔺 ১ ইঞ্চি সমান কত cm?
⏩ ১ ইঞ্চি সমান 2.54 cm.

🔺 ১ মিটার সমান কত cm?
⏩ ১ মিটারে 100 cm.

🔺 ১ মিটার সমান কত ইঞ্চি?
⏩ ১ মিটারে 39.37 inch.

আজ এখানেই শেষ করছি । আবার হাজির হবো নতুন কোন তথ্য নিয়ে । ধন্যবাদ সবাইকে ।

12 Responses to "গার্মেন্টস শিল্পে কোয়ালিটির ইন্টারভিউয়ে যেসকল প্রশ্ন করা হয় জেনে নিন উত্তরসহ"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel