অনুচ্ছেদ রচনা : বৈশাখী মেলা


বৈশাখী মেলা প্রতিবছর বৈশাখ মাসের প্রথম দিন পালন করা হয় । নতুন বছরের প্রথম দিন অতীতকে ভুলে নতুন করে বাঁচতে শেখায় । বৈশাখী মেলাতে সবাই নতুন পোশাক পরিধান করে উৎসবে মেতে ওঠে । মেলায় অনেক রকমের দোকান বসে । বৈশাখী মেলাতে কুটির শিল্পের দোকান বেশি দেখা যায় । ছেলেরা নতুন পাজামা পাঞ্জাবী ও মেয়েরা নানা রঙের শাড়ি পড়ে উৎসবে মেতে ওঠে । তখন এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে । সবাই ভেদাভেদ ভুলে গান গাইতে গাইতে মেলায় যায় । এসো হে বৈশাখ, এসো এসো, বলে নতুন বছরকে সবাই বরণ করে নেয় । এ মাসে ব্যবসায়ীরা হালখাতা করে । পুরনো লেনদেনের অবসান ঘটে হালখাতার মাধ্যমে । পহেলা বৈশাখ বাংলার একটি প্রাচীন ঐতিহ্য । এ ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে সকলকে সহিষ্ণুতার মনোভাব দেখাতে হবে ।

0 Response to "অনুচ্ছেদ রচনা : বৈশাখী মেলা "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel