অনুচ্ছেদ রচনা : ইমেইল

ইমেইল ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ । ডিজিটাল পদ্ধতিতে ইমেইলের সাহায্য মানুষ পরষ্পরের সাথে যোগাযোগ করে থাকে । এটি একটি দ্রুত ও নিরাপদ যোগাযোগ মাধ্যম । বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হচ্ছে । প্রয়োজনে ফটো ,ভিডিও পাঠানো হচ্ছে ইমেইলে । ইমেইল ব্যবহার করতে হলে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় । ইমেইল ব্যবস্থা স্থাপনের জন্য আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ মোবাইল বা কম্পিউটারের প্রয়োজন হয় । ইমেইল ব্যবহারের ফলে অফিসের কাজে কাগজের ব্যবহার কমে যাচ্ছে । কম্পিউটারে টাইপ করে তথ্য সংরক্ষণ করা হচ্ছে বা ইমেইলে সহজেই একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্ররণ করা হচ্ছে । অনেকেই মোবাইল বিল কমানোর জন্য ইমেইলে যোগাযোগ করে থাকে । বর্তমানে ইমেইল একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ।

0 Response to "অনুচ্ছেদ রচনা : ইমেইল "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel