অনুচ্ছেদ রচনা : আমাদের শ্রেণীকক্ষ


আমাদের বিদ্যালয়ের নাম মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় । আমি ৮ম শ্রেণীর ছাত্র । আমাদের শ্রেণীকক্ষটি বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত । শ্রেণীকক্ষটি বেশ বড় । এতে দুইটি দরজা ও বারোটি জানালা রয়েছে । এই কক্ষে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ৬০ জন । কক্ষে ৫ টি পাখা , একটি ব্ল্যাক বোর্ড, ২৫ জোড়া বেঞ্চ, ও শিক্ষকের বসার জন্য একটি চেয়ার ও টেবিল রয়েছে । আমাদের কক্ষটি আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করি । আমরা সবাই শুধু নিজেদের শ্রেণীকক্ষটি পরিষ্কার করিনা । সাথে সাথে আশেপাশে স্থান গুলো পরিষ্কার রাখি । এই কক্ষে পর্যাপ্ত আলো , বাতাস ও পরিবেশ সবার খুব ভালো লাগে । সবাই আমরা আনন্দে মিলেমিশে শ্রেণীকক্ষে পড়ালেখা করি ।

0 Response to "অনুচ্ছেদ রচনা : আমাদের শ্রেণীকক্ষ"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel