অনুচ্ছেদ রচনা : মোবাইল ফোন
মোবাইল একটি ছোট বস্তু । তবে এর কাজ ছোট নয় । মোবাইল দুরত্বকে হ্রাস করেছে । এর মাধ্যমে তাৎক্ষণিক বিশ্বের যেকোন প্রান্তে যোগাযোগ করা যাচ্ছে । মোবাইল আমাদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে । যেখানে বিমানযোগে যেতেও মানুষের ২ দিন লাগছে সেখানে মানুষ মোবাইলের সাহায্যে কথা বলছে ছবি দেখছে মাত্র কয়েক সেকেন্ডে । মোবাইল দিয়ে ইন্টারনেটের সাহায্যে মানুষ আজ ঘরে বসে বিশ্বের সকল খবরাখবর দেখছে । টিভি, ঘড়ি, ক্যালকুলেটরের কাজ করছে মোবাইল দিয়ে । এর মাধ্যমে ভিডিও দেখা, কথা বলা থেকে শুরু করে কম্পিউটারের মতো সকল কিছু করা সম্ভব হচ্ছে । মোবাইল ছোট হওয়ায় যেখানে সেখানে পকেটে বা হাতে করে মোবাইল নিয়ে গিয়ে সবকিছু করতে পারছে । মোবাইল ফোনের কিছু অপকারী দিকও রয়েছে । কিন্তু তারপরেও এটি আমাদের জীবন শান্তিময় ও গতিশীল করে তুলেছে ।
0 Response to "অনুচ্ছেদ রচনা : মোবাইল ফোন"
Post a Comment