অনুচ্ছেদ রচনা : আমাদের দৈনন্দিন জীবন


দৈনন্দিন জীবন একটি নিয়ম পদ্ধতির জীবন । সবাইকে একটি নিয়ম পদ্ধতিতে জীবনযাপন করতে হয় । ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত মানুষকে তার দৈনন্দিন কাজ সম্পাদনা করতে হয় । আমিও একটি নির্দিষ্ট নিয়ম পদ্ধতিতে দৈনন্দিন জীবন অতিবাহিত করি । আমি একজন ছাত্র । আমি খুব ভোরে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফজরের নামাজ আদায় করি । নামাজ শেষে পড়তে বসি । তারপর কিছুক্ষণ ব্যায়াম করি ও বাইরে মুক্ত আবহাওয়ায় খালি পায়ে হাটি । কিছুক্ষণ পরে এসে আবার পড়তে বসি । পড়া শেষে গোসল করে সকালের নাস্তা খেয়ে নেই । তারপর সকাল ন’টা নাগাদ স্কুলে যাই । আমাদের ক্লাস শুরু হয় দশটা থেকে । আমি প্রথম বেঞ্চে বসি । ক্লাসে আমি মনোযোগ সহকারে শিক্ষকদের কথা শুনি । দুপুর একটায় ক্লাস বিরতিতে আমরা দুপুরের লাঞ্চ সেরে নেই । এরপর যোহর এর নামাজ আদায় করি । দুপুর দুটো থেকে আবার ক্লাস শুরু হয় । আমি বিকাল চারটায় ক্লাস শেষ করে বাড়ি ফিরে আসি । বাড়ি এসে হাতমুখ ধুয়ে আসরের নামাজ আদায় করে বাইরে খেলতে যাই । সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বাড়ি ফিরে আসি । মাগরিবের আজান হলে অযু করে নামাজ আদায় করি । তারপর পড়তে বসি । পড়া শেষ করে এশার নামাজ আদায় করে রাত ন’টা নাগাদ রাতের খাবার খেয়ে একটু টিভি দেখি । কিছুক্ষণ টিভি দেখে রাত সাড়ে দশটার দিকে ঘুমাতে যাই । এভাবেই আমি আমার দৈনন্দিন কাজগুলো সম্পাদনা করি ।

1 Response to "অনুচ্ছেদ রচনা : আমাদের দৈনন্দিন জীবন "

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel