অনুচ্ছেদ রচনা : কাগজ


প্রাচীন কালে কাগজ কলমের প্রচলন ছিল না । তখন কাগজের প্রয়োজনও ছিলনা । এক সময় মানুষ তার প্রয়োজন অনুভব করে মাটিতে বা পাতার উপর লিখতে শুরু করে । আস্তে আস্তে মানুষ কাগজ তৈরি করা শিখে । সর্বপ্রথম চিন দেশ কাগজ আবিষ্কার করে । সেখান থেকেই কাগজের প্রচলন শুরু হয় । বর্তমানে কাগজ ছাড়া শিক্ষিত সমাজে একমূহুর্ত চলে না । বাশ , খড়কুটো, অন্যান্য ছেড়া জিনিস দিয়ে কাগজ তৈরি করা হয় । বর্তমানে কাগজের মিলে কাগজ উৎপাদন করা হয় । কাগজ ছাড়া লেখাপড়া, অফিস আদালত , পত্র পত্রিকা চলতে পারে না । কাগজ আমাদের জন্য খুবই প্রয়োজনীয় উপকরণ । সর্বক্ষেত্রেই কাগজের ব্যবহার লক্ষ্য করা যায় ।

2 Responses to "অনুচ্ছেদ রচনা : কাগজ"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel