লোডশেডিং আমাদের দেশে একটি পরিচিত শব্দ । বিদ্যুতের উৎপাদন প্রয়োজনের তুলনায় কম হলে লোডশেডিং হয়ে থাকে । লোডশেডিং গরমকালেই বেশি দেখা যায় । সাধারণত অপর্যাপ্ত বিদ্যুত উৎপাদন ও অপরিকল্পিত বিদ্যুত বিতরণের ফলেই লোডশেডিং হয় । লোডশেডিংয়ের ফলে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে । লোডশেডিংয়ের ফলে কল কারখানা বন্ধ হয়ে যায়, হাসপাতালে মুমূর্ষু রোগীর অপারেশন বন্ধ হয়ে যায় । এছাড়া ছেলে মেয়েদের পড়াশোনার বিঘ্ন ঘটায় । ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যায় । বর্তমানে লোডশেডিং আমাদের দেশের জন্য একটি অভিশাপ । এর থেকে পরিত্রাণ পেতে বিদ্যুতের যথাযথ ব্যবহার নিশ্চিত ও প্রয়োজনে বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে ।
0 Response to "অনুচ্ছেদ রচনা : বিদ্যুৎ বিভ্রাট / লোডশেডিং"
Post a Comment