অনুচ্ছেদ রচনা : একটি লোকজমেলা / লোকজমেলার গুরুত্ব
লোকজমেলা আমাদের একটি পুরনো ঐতিহ্য । লোকজমেলা গ্রামীন সংস্কৃতি অন্যতম প্রধান উপকরণ । জাতি ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলে একাকার হয়ে মুখরিত হয় মেলা প্রাঙ্গণে । এদেশের বিভিন্ন স্থানে লোকজমেলা অনুষ্ঠিত হয় । এ মেলার মূল আকর্ষণ লোকজ বিভিন্ন উপকরণ । এখানে মানুষের নিজ হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যায় । এখানে খাবারের মধ্যে মুড়ি, মুড়কি, বাতাসা , সন্দেহ, মিষ্টি, দই, চমচম পাওয়া যায় । কুমোরদের হাতে বানানো তৈজসপত্র ও ছেলে মেয়েদের খেলনা পাওয়া যায় । এখানে কামারদের তৈরি দা,ছুরি, বটি ও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ পাওয়া যায় । এছাড়া হস্তজাত বস্ত্র যেমন শাড়ী, লুঙ্গি, গামছা, পাঞ্জাবি পাওয়া যায় । এই লোকজ উপকরণ দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে । তাই আমাদের এই লোকজ উপকরণগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত ।
0 Response to "অনুচ্ছেদ রচনা : একটি লোকজমেলা / লোকজমেলার গুরুত্ব "
Post a Comment