আমাদের বিদ্যালয়ের নাম মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় । টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার মুশুদ্দি ইউনিয়নে এই বিদ্যালয়টি অবস্থিত । এই বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় । এই বিদ্যালয়ে প্রায় আটশত ছাত্র ছাত্রী পড়ালেখা করে । বিদ্যালয়ে ত্রিশজন শিক্ষক / শিক্ষিকা রয়েছে । শিক্ষকরা ছাত্র ছাত্রীদের সাথে বন্ধুসুলভ আচরণ করে । বিদ্যালয়ের সামনে রয়েছে বেশ প্রশস্ত একটি মাঠ । বিদ্যালয়ে ক্লাসের ফাঁকে ছাত্র ছাত্রীরা মাঠে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকে । বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল খুবই ভালো । এই বিদ্যালয় থেকে প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষাতে জিপিএ ফাইভ পেয়ে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হয় । এই বিদ্যালয় থেকে বের হয়ে অনেক শিক্ষার্থী কীর্তিমান হয়েছেন । এখানে একটি বিজ্ঞানাগার , খাওয়ার জন্য ক্যান্টিন ও নামাজের জন্য মসজিদ রয়েছে । এখানে একটী পাঠাগার রয়েছে । অবসর সময়ে ছাত্র ছাত্রীরা এখানে বিভিন্ন বই পড়ে থাকে । গরীব ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে দরিদ্র কল্যাণ তহবিল ও বিনা বেতনে পড়ার সুযোগ । এই বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় ।
0 Response to "অনুচ্ছেদ রচনা : আমাদের বিদ্যালয়"
Post a Comment