আমাদের গ্রামের নাম মুশুদ্দি । এটি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত । এই গ্রামের সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না । এখানে প্রায় ৮০ ভাগ লোক কৃষক । তারা সবাই ফসল ফলায় । বাকিরা কেউ রাজনীতিতে যুক্ত, কেউ বা চাকুরিজীবী, কেউ বা বিদেশ থাকে । গ্রামের চারদিকে শুধু বিস্তৃত ফসলের মাঠ । গ্রামের চারপাশে সবসময় পাখিদের কিচিরমিচির লেগেই আছে । আমাদের গ্রামে ২ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাদ্রাসা, ১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১ টি কলজ রয়েছে । এছাড়া মসজিদ, হাসপাতাল ও তিনটি বাজার রয়েছে । এই গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল । তারা একে অপরের বিপদে এগিয়ে আসে । তাদের মধ্যে নেই কোন ঝগড়া বিবাদ । গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে একটি নদী । নদীকে কেন্দ্র করে এখনও অনেক উৎসবের আয়োজন করা হয় ।
0 Response to "অনুচ্ছেদ রচনা : আমাদের গ্রাম"
Post a Comment